ভৈরবে সিএনজি ছিনতাই চক্রের ৩ সদস্য আটক


প্রকাশিত: ০৮:১৪ এএম, ০৪ জুলাই ২০১৫

ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা সিএনজি ছিনতাই চক্রের প্রধানসহ ৩ সদস্যকে আটক করেছে ভৈরব র‌্যাব। শুক্রবার গভীর রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার জালাল মিয়া, ধনু মিয়া ও নরসিংদীর জীবন মিয়া।

র‌্যাব সূত্রে জানা যায়, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেটসহ পার্শ্ববর্তী জেলা থেকে সিএনজি ছিনতাই ও চুরির পর কৌশলে সর্দার জালাল মিয়ার নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানের চোরাই চক্রের কাছে বিক্রি করা হতো। ঢাকার মিরপুর থেকে ছিনতাই হওয়া একটি সিএনজি উদ্ধারে জন্য র‌্যাব অনুসন্ধানে নামলে আটকদের সনাক্ত করতে সক্ষম হয়। এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাবের অভিযান চলমান আছে হবে বলে জানায় র‌্যাব।

আসাদুজ্জামান ফারুক/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।