ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণ শ্রমিকবাহী ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৯


প্রকাশিত: ০৪:০৯ এএম, ০৪ জুলাই ২০১৫
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্মাণ শ্রমিকবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মনজুর (৩৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন। তারা হলেন, দেলোয়ার হোসেন (৪৫), আজমত আলী (৩০), আবদুল হালিম (৩০), জাকির হোসেন (১৮), ইসরাফিল (২৫), আবুল কালাম (৩৫), কামাল হোসেন (৩৫), সুজন (১৭), আশরাফুল (৩৩)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জাকির হোসেন ও কামাল হোসেনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সকলেই ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার রেহাইতরী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

আহত দেলোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, রাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে ট্রাকযোগে একটি কন্সট্রাকশন ফার্মের মালামাল নিয়ে তারা সিলেটের জগন্নাথপুরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়াস্থ মেঘনা পেট্রলপাম্পের সামানে দাঁড়িয়ে থাকা অপর একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে তাদেরকে বহনকারী ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ ঘটনায় ১০ জন নির্মাণ শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মনজুরকে মৃত ঘোষণা করেন।

হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলম জাগো নিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।