সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০৩ জুলাই ২০১৫

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বার ও চেইনসহ জহিরুল ইসলাম নামে এক  চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়। আটক জহিরুল ইসলাম কলারোয়া উপজেলার কাকাডাঙ্গা গ্রামের আবু তাছের আলীর ছেলে। তিনি কাকডাঙ্গা বিওপিতে রান্নার কাজ করতেন।

বিকালে সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়ন সদর দফতরে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, দুপুরে মোটরসাইকেল যোগে দুই যুবক ভারতে পাচারের জন্য ১০টি স্বর্ণের বার নিয়ে সীমান্ত এলাকায় যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার হায়দার আলির নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবি`র উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারি পালিয়ে যায়। অপর চোরাকারবারি জহিরুল ইসলামকে ১০টি স্বর্ণের বার ও একটি চেইনসহ আটক করা হয়। আটক স্বর্ণের মূল্য ২২ লাখ আট হাজার টাকা।

এ ঘটনায় কাকডাঙ্গা বিওপির সুবেদার হায়দার আলী বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের রজব আলীর ছেলেকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়েছে।

এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।