শার্শায় হুন্ডির ৩৩ লাখ টাকাসহ আটক ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:৪৮ এএম, ২২ নভেম্বর ২০১৭

যশোরের শার্শার শ্যামলাগাছি থেকে ৩৩ লাখ ৫০ হাজার হুন্ডির টাকাসহ ৪ পাচারকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার শ্যামলাগাছি নামক স্থানে পুলিশ অভিযান চালিয়ে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ইজিবাইকের ৪ যাত্রীকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে পায়ের সঙ্গে বিশেষ কায়দায় বাঁধা টাকাগুলো উদ্ধার করে পুলিশ।

আটকরা হলেন- নড়াইলের নড়াগাতি উপজেলার পানিপাড়া গ্রামের মোহাম্মাদ শেখের ছেলে আনিছ শেখ (২৬), হাসিয়াল গ্রামের লুৎফর ফকিরের ছেলে জীবন ফকির (২১), আবু বক্কারের ছেলে এনামুল শেখ (৩০), জয়নগর গ্রামের আলম শিকদারের ছেলে রিয়াদ শিকদার (১৯)।

taka

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই রফিকুল ইসলাম, এসআই দিবাকর মালাকর, এএসআই কামাল হোসেন ও এএসআই আজমল হোসেন যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার শ্যামলাগাছি নামক স্থানে পুলিশ অভিযান চালিয়ে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ইজিবাইকের ৪ যাত্রীকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে পায়ের সঙ্গে বিশেষ কায়দায় বাঁধা ৩৩ লাখ ৫০ হাজার হুন্ডির টাকা উদ্ধার করে।

মিলন রহমান/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।