‘২০১৪ সালের বিএনপি আর এখনকার বিএনপি এক নয়’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২০ নভেম্বর ২০১৭

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, অতীতে বিএনপি কোনো ভুল করেনি। খালেদা জিয়া সঠিক পথেই আছেন।

তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন না দিয়ে আওয়ামী লীগ প্রহসনের একতরফা নির্বাচন দেয়াতে বিএনপি ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৪ সালের বিএনপি আর ২০১৭ সালের বিএনপি এক নয়। এখনকার বিএনপি অনেক শক্তিশালী।

সোমবার সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগের কাবিলপুরের নিজ বাড়িতে তারেক রহমানের ৫৩তম জন্মদিনের অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে সে নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে এবং নির্বাচনে সেনাবাহিনী ও তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে।

কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আযাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক ও ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান প্রমুখ।

মিজানুর রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।