রাজশাহীতে ভেজাল লাচ্ছা সেমাই ও উপকরণ জব্দ


প্রকাশিত: ০২:০১ পিএম, ০২ জুলাই ২০১৫

রাজশাহী নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকায় বিএসটিআই`র এক বিশেষ দল অভিযান চালিয়ে ৪০০ কেজি ভেজাল লাচ্ছা সেমাই জব্দ করেছে।  এ সময় সেমাই তৈরিতে ব্যবহৃত ৩০০ কেজি আটার খামিরও (উপকরণ) জব্দ করা হয়।  জব্দকৃত এসব ভেজাল সেমাই ও খামিরগুলো স্থানীয় জনসাধারণের সামনে ধ্বংস করা হয়।  বৃহস্পতিবার দুপুরে বিএসটিআই রাজশাহীর উপ-পরিচালক এবিএম মর্ত্তুজা হোসেন শাহের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপ-পরিচালক এবিএম মর্ত্তুজা হোসেন শাহ জানান, অভিযানকালে হড়গ্রাম নতুনপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই`র অনুমোদনবিহীন একটি কারখানায় লাচ্ছা সেমাই তৈরি করার অপরাধে ৪০০ কেজি ভেজাল সেমাই জব্দ করা হয়।  এ সময় লাচ্ছার জন্য ৩০০ কেজি খামিরও জব্দ করা হয়।

এছাড়াও বিসিক শিল্প নগরী এলাকায় মেসার্স মারিয়াম ফুডস সূর্য্য ব্রান্ডের লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালানো হয়।  পরে সূর্য্য ব্রান্ডের গুণগতমান যাচাইয়ের জন্য নমুনা সিল করা হয় বলে জানান তিনি।

শাহরিয়ার অনতু/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।