সন্ধ্যা নদীতে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ ১ : আহত ৭

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৬ পিএম, ১৯ নভেম্বর ২০১৭

বরিশালের বানারীপড়া উপজেলার সন্ধ্যা নদীতে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত ও একজন নিখোঁজ হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার দিনগত রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তির নাম মো. দুলাল চটকি (৪৫)। তিনি উপজেলার উত্তরকূল গ্রামের আব্দুল কাশেমের ছেলে।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, রোববার রাতে উপজেলার বাংলাবাজার এলাকা সংলগ্ন সন্ধ্যা নদীতে খেয়াপারাপারের যাত্রীবাহী ট্রলার ও মালবাহী ট্রলারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খেয়াপারাপারের ট্রলারে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। এতে ৭ যাত্রী আহত এবং একজন নিখোঁজ হন।

নিখোঁজ যাত্রীর সন্ধানে নদীতে ফায়র সার্ভিসের ডুবুরিরা তল্লাশি চালিয়েছে। তবে রাত ১১টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। সকালে ফের তল্লাশি চালানো হবে।

দুর্ঘটনার পর ট্রলার চালকরা পালিয়েছে, তবে দুর্ঘটনা কবলিত ট্রলার দুটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

সাইফ আমীন/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।