২ মাস বেতন না পাওয়ায় উৎকণ্ঠায় সেতাবগঞ্জ চিনি শ্রমিকরা


প্রকাশিত: ১০:১৩ এএম, ০২ জুলাই ২০১৫

দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলে গত দুই মাস ধরে শ্রমিক কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে। ফলে ঈদকে সামনে রেখে বেতন না পাওয়ার অনিশ্চয়তায় পরিবার পরিজন নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তারা।

এদিকে চিনিকলের গোডাউনে বিগত ৪টি মাড়াই মৌসুমের ৭ হাজার ৬ শত ২৬ মে.টন চিনি অবিক্রিত রয়েছে। যার বাজার মূল্য ২৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৪শত টাকা। এই চিনি বিক্রি না হওয়ায় কর্তৃপক্ষ বেতন ভাতা পরিশোধ করতে পারছে না।

শ্রমিকরা জানায়, ফেব্রুয়ারি মাস থেকে মিলের শ্রমিক কর্মচারীরা বেতন ভাতার টাকার বিপরীতে ১০% কমিশন দিয়ে চিনি উত্তোলন করে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। এতে বেতন ভাতার টাকা উঠলেও বাজারে দেশীয় চিনির কদর ও দাম না থাকায় এখন এ সুযোগও হাত ছাড়া হতে চলেছে।

সেচিকের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দুলাল জানান, গত মে-জুন ও বর্তমান জুলাই মাসের শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদের বকেয়া বেতন দেয়া সম্ভব হচ্ছে না। সামনে ঈদ উপলক্ষে শ্রমিক কর্মচারীদের বেতনের পাশাপাশি ঈদ বোনাস দিতে না পারলে মিলটিতে চরম শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে।

মিলের ব্যবস্থাপক (অর্থ) মো. নজরুল ইসলাম জানান, প্রতিমাসে মিলটিতে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা ও ফার্মের লেবারদের আনুমানিক এক কোটি দশ লাখ টাকা বেতন ভাতা প্রদান করা হয়ে থাকে। এই টাকা চিনি ও মোলাসেস বিক্রি করেই পরিশোধ করার নিয়ম থাকলেও সময়মত চিনি বিক্রি না হওয়ার কারণে বেতন ভাতা দেয়া সম্ভব হচ্ছে না। তবে মিল কর্তৃপক্ষ ঈদের আগেই শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করার আপ্রাণ চেষ্টা চালাবেন বলে জানান।

সেচিকের ব্যবস্থাপনা পরিচালক মো.শহিদ উল্লাহ জানান, সেতাবগঞ্জ চিনিকলের গোডাউনে গত ২০১১-২০১২ মৌসুমের ২৫১১.৮৫ মে.টন, ২০১২-২০১৩ মৌসুমের ২৯৪৪.৯৫ মে.টন, ২০১৩-২০১৪ মৌসুমের ৬২.২০ মে.টন ও ২০১৪-২০১৫ মৌসুমের ২১০৭.৩২০ মে.টন সর্বমোট ৭ হাজার ৬শত ২৬ মে.টন চিনি মজুদ রয়েছে। যার বর্তমান বাজার মূল্য ২৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৪শত টাকা প্রায়।

চিনি বিক্রি না হওয়ার কারণ সম্পর্কে তিনি জানান, বাজারে সাদা চিনি ৪০ থেকে ৪২ টাকা বিক্রি হচ্ছে। অপরদিকে দেশীয় চিনি লালচে হওয়ায় বাজারে এর চাহিদা কম। তবে ইতিমধ্যে দেশীয় কিছু চিনি রিফাইন করে প্যাকেট জাতের মাধ্যমে বাজারে বিক্রি করা হচ্ছে। তারপরও বিপুল সংখ্যক চিনি অবিক্রিত থাকায় মিলটি চরম দেনার মধ্যে পড়েছে।

এমদাদুল হক মিলন/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।