পিরোজপুরে অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেফতার


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০২ জুলাই ২০১৫

পিরোজপুরের জিয়ানগরে অস্ত্রসহ ইসরাফিল খান (৫০) নামে এক ডাকত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। আটক ইসরাফিল উপজেলার দরিচর গাজীপুর গ্রামের জহুর আলী খানের ছেলে।  

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জিয়ানগরের ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোতাহার হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার লাহুরী বাজারের একটি দোকান থেকে ৬ মামলার আসামি ডাকাত সর্দার ইসরাফিল খান (৫০) কে একটি অবৈধ দেশীয় পিস্তল ও গুলিসহ আটক করে। তার বিরুদ্ধে ইন্দুরকানী থানায় পুলিশের উপর হামলাসহ ৪টি মামলা রয়েছে। এছাড়া জেলার কাউখালী ও বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায় আরো দুইটি মামলা রয়েছে।

ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুল হক জানান, ইসরাফিল এলাকায় ডাকাতিসহ নানা অপরাধমূলক কার্যকলাপে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে ইন্দুরকানী থানাসহ অন্যান্য থানায় ৬টি মামলা রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোতাহার হোসেন জানান, অস্ত্রসহ গ্রেফতারকৃত ডাকাত ইসরাফিলকে অস্ত্র মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ডের আবেদন করা হয়েছে।

হাসান মামুন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।