বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল


প্রকাশিত: ০৮:১১ এএম, ০২ জুলাই ২০১৫

নড়াইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করায় কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন হোসেনের অপসারণ ও সুষ্ঠ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান এবং অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় বিক্ষোভ মিছিলটি শহরের রূপগঞ্জবাজার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের অফিস কক্ষের সামনে বসে অবস্থান নেয়।

পরে জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফের নিকট ইউএনও এর অপসারণ ও সুষ্ঠ বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল, সহ-সভাপতি নিলয় রায় বাঁধন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রোজসহ অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন হোসেনকে অপসারণ করে সুষ্ঠ বিচারের দাবি জানান।

হাফিজুল নিলু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।