রাহেলার জন্য কিছু করতে চাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:১৫ এএম, ১৮ নভেম্বর ২০১৭

কুমিল্লায় রাহেলা বেগম (৯০) নামে এক প্রতিবন্ধী অসহায় নারীর পাশে দাঁড়িয়েছেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপালী মণ্ডল। তিনি নিজেই ওই নারীর বাড়িতে গিয়ে সরকারের পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা এবং ঘর নির্মাণসহ সকল ধরনের সহায়তায় আশ্বাস দিয়েছেন।

ইউএনও কর্তৃক ওই বৃদ্ধাকে জড়িয়ে ধরার ছবি এবং তাকে সহায়তার খবর এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গত শুক্রবার থেকে শুরু হয়েছে রাহেলা বেগমের জন্য টিনের ঘর তৈরির কাজ।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মেজবাহ উদ্দিন শাওন নামের এক ব্যক্তি গত ১০ নভেম্বর তার ফেসবুকে রাহেলা বেগমকে নিয়ে একটি মানবিক পোস্ট দেন এবং তিনি বিভিন্ন জনের আইডিতে বিষয়টি শেয়ার করে সহায়তা চান।

সেখানে উল্লেখ করা হয়,‘পায়ে চলতে না পেরে হাতে জুতা লাগিয়ে ভর করে এলাকায় সাহায্যের আশায় ঘুরে বেড়ান অসহায় রাহেলা বেগম। তার তিন ছেলের মধ্যে একজন আটোরিকশা চালান,অন্য দুইজন দিনমুজুর। নিজেদের সংসার চালাতে হিমশিম খেতে হয়। তাই পঙ্গু মায়ের বাড়তি বোঝা কেউ নিতে রাজি নয়। তাই বাধ্য হয়ে মানুষের কাছে হাত বাড়াতে হয় রাহেলা বেগমকে।’

এই মানবিক বিষয়টি সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রূপালী মন্ডলের নজরে আসলে তিনি গত বুধবার খোঁজ নিতে উপজেলার পূর্বজোর কানন ইউনিয়নের চেয়ারম্যান হারিস মিয়াকে নিয়ে গোয়ালগাঁও গ্রামের মৃত আমীর হোসেনের স্ত্রী প্রতিবন্ধী রাহেলার বাড়িতে হাজির হন।

এ সময় রাহেলাসহ বাড়ির লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান, সরকার থেকে তিনি ভাতা পাচ্ছেন। কিন্তু এ টাকা দিয়ে তার খাদ্য ও ওষুদের খরচ চলে না। তাই তিনি বাধ্য হয়ে মানুষের কাছে হাত পেতে যা কিছু পেয়ে থাকেন তা দিয়ে চলতে হয়।

স্থানীয়রা জানান, রাহেলার ছেলেদের সামান্য আয় দিয়ে তাদের সংসারই চলে না। এর উপর বৃদ্ধ মা এখন তাদের জন্য বাড়তি বোঝা। যে ঘরে রাহেলা থাকেন তা জরাজীর্ণ। তাই নিজে বেঁচে থাকা এবং সন্তানদের সংসারের হাল ধরতে দিনভর মানুষের কাছে হাত পেতে যা কিছু পাচ্ছেন তা দিয়ে চলছে সংসার।

অসহায় রাহেলা ও গ্রামবাসীর কথা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপালী মন্ডল সরকারি সহায়তা হিসেবে তাকে ঘর নির্মাণের জন্য তার হাতে নগদ ৬ হাজার টাকা ও ১৬ পিস টিন প্রদান করেন। গত শুক্রবার থেকে রাহেলার জন্য একটি ছোট টিনের ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।

ইউপি চেয়ারম্যান হারিস মিয়া জানান, বৃদ্ধ রাহেলাকে সরকার থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ইউএনও। ইউনিয়ন পরিষদ থেকেও তাকে প্রয়োজনীয় সকল সহায়তা দেয়া হবে।

এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রূপালী মন্ডল বলেন, মায়ের স্থান তো রাস্তায় হতে পারে না। তিনি ভিক্ষাবৃত্তি করবেন কেন? এখানে আমার ব্যক্তিগত কোনো কৃতিত্ব নেই। আমরা প্রশাসনে থেকে সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী রাহেলার জন্য কিছু করতে চাই। আমার পদে অন্য কেউ থাকলেও হয়তো তাই করতেন।

তিনি বলেন, রাহেলার চলাচল করার জন্য একটি হুইল চেয়ার, তার পরিবারের জন্য একটি টিউবওয়েল এবং নগদ অর্থ সহায়তাসহ তার জন্য একটি ঘর তৈরির কাজ চলছে।

কামাল উদ্দিনি/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।