ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ১৪৪টি অগ্রীম টিকেট জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪৪টি ট্রেনের অগ্রীম টিকেট জব্দ করা হয়েছে। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে টিকেট কাউন্টার থেকে টিকেটগুলো জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সন্ধ্যায় রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে টিকেট কাউন্টারে অগ্রীম কেটে রাখা ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রামগামী বিভিন্ন ট্রেনের ১৪৪টি টিকেট জব্দ করা হয়। তবে অভিযান চলাকালে টিকেট কাউন্টারে কেউ না থাকায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, টিকেট জব্দের বিষয়টি তদন্ত সাপেক্ষে বিভাগীয় মামলা দেওয়ার জন্য স্টেশন মাস্টারকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এ ব্যাপারে বক্তব্য জানতে চেয়ে রেলওয়ে স্টেশন মাস্টার মো. মহিদুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
আজিজুল আলম সঞ্চয়/এমজেডে/পিআর