কুমিল্লায় বাজারে অগ্নিকাণ্ড : ৩০ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১৭ নভেম্বর ২০১৭

কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ছোট-বড় প্রায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার কংশনগর বাজারের একটি লেপ-তোষক তৈরির দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিল্লা, চান্দিনা ও মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের ফলে কুমিল্লা-সিলেট সড়কের ওই এলাকায় উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন ও দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মঞ্জুর কাদের ভূইয়া ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

মো. কামাল উদ্দিন/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।