বাবা, স্ত্রী ও মেয়েকে পিটিয়ে হত্যা


প্রকাশিত: ০৩:৩৭ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৪

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামে আলফু মিয়া নামের এক ব্যক্তি তার বাবা, স্ত্রী ও মেয়েকে পিটিয়ে হত্যা করেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আলফু মিয়াকে আটক করেছে পুলিশ।
 
নিহতরা হলেন আলফু মিয়ার বাবা আলাউদ্দিন (৭০), স্ত্রী বিউটি বেগম (৩৫) এবং ৯ মাস বয়সী মেয়ে আমিনা। জেলা ও পুলিশ প্রশাসন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
 
আলফু মিয়ার মা জানান, আলফু তার স্ত্রী বিউটি আক্তারকে ঘরের ভেতরে টিউবওয়েলের হাতল দিয়ে আঘাত করে। এ সময় পুত্রবধূকে বাঁচাতে আলাউদ্দিন এগিয়ে গেলে তাকেও আঘাত করা হয়।
 
আলফু মিয়ার শ্বাশুরি জানান,  আলফু ঘরের দরজা বন্ধ করে দিলে তিনি চিৎকার দিয়ে গ্রামের লোকজনকে জড়ো করেন।  গ্রামবাসী চেষ্টা করেও দরজা খুলতে পারেনি।
 
পরিবারের লোকজন জানান, আলফু মিয়া পেশায় টিউবওয়েল-মিস্ত্রি। কয়েক বছর ধরে সে নিয়মিত গাঁজা সেবন করত।  তাকে সুস্থ্য করে তুলতে বেশ কয়েকবার চিকিৎসা করানো হয়েছে। ঘটনার কয়েকদিন আগেও তার চিকিৎসা করানো হয়। চিকিৎসা শেষে আবারও গাজার নেশায় বুঁদ হয়ে থাকত আলফু। দীর্ঘদিন ধরে গাঁজা সেবনের ফলে তিনি অপ্রকৃতিস্থ হয়ে পড়েন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানান, এলাকায় মাদকের ছড়াছড়ি। এলাকা থেকে মাদক র্নিমূল করতে না পারলে এ ধরনের ঘটনা আরো ঘটতে পারে।
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।