আ.লীগ নেতার নেতৃত্বে বাওড় দখলের অভিযান
যশোরের চৌগাছা উপজেলার বল্লভপুর বাওড় দখলে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি মেম্বার সাইফুল ইসলামের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র অপতৎপরতা শুরু করেছে। বুধবার বাওড়ের ইজারাদার বল্লভপর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও সম্পাদককে অপহরণ করে কুপিয়ে জখম করে। এ সময় তাকে আটকে রাখে মেম্বর ও তার লোকজন। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে।
হামলার শিকার বল্লভপর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নিমাই বিশ্বাসের ছেলে কার্তিক বিশ্বাস (৪০) ও সম্পাদক বল্লভপুর গ্রামের হরিপদ রায়ের ছেলে সরজিৎ রায়কে (৩৮) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের এই মৎস্যজীবীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন কার্তিক বিশ্বাস জানান, বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির নামে তারা জেলা প্রশাসন থেকে বাওড়টি তিন বছরের জন্য ইজারা নিয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে সমিতির সদস্যরা মাছের পোনা অবমুক্ত করার জন্য এক গাড়ি পোনা নিয়ে বাওড়ে যান। এ সময় সুখপুকুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বর সাইফুল ইসলামের নেতৃত্বে তোতা মিয়া, আইজেল হক, মোহাম্মদ আলী বাটুল, আজিজুল হক, হাসেম আলী, আবদুল মাজিদ, আরশাদ আলী, আব্দার, সরজেদ, আবদুল খালেক, সাহাঙ্গীর আলমসহ তাদের লোকজন সমিতির কার্যালয়ে হামলা চালায়।
এ সময় তারা সরজিৎকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও তাকে (কার্তিক) হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় সমিতির সভাপতি সম্পাদককে মেম্বারের বাড়িতে আটকে রেখে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে বাওড় লিখে নেওয়ার চেষ্টা করা হয়। স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে আরো বেশি নির্যাতন চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাদের উদ্ধার করে।
আহতরা আরো জানান, এর আগে সাইফুল মেম্বর জোরপূর্বক সমিতির কাছ লাখ লাখ টাকা চাঁদা আদায় করেছে। এখন সাইফুল বাওড়ের পুরো অংশই দখল নিতে চায়। বাওড় তাকে লিখে দিতে রাজি না হওয়ায় হুমকি ধামকির এক পর্যায়ে বুধবার তাদের ওপর এ হামলা হলো। এর আগে গত রোববার বাওড় থেকে প্রায় দুই লাখ টাকার মাছ লুট করে নিয়েছে সাইফুল মেম্বরের নেতৃত্বে সন্ত্রাসীরা। এখন বাওড় দখল নিতে মেম্বারের নেতৃত্বে একদল সন্ত্রাসী গ্রামে মহড়া দিচ্ছে। এতে প্রকৃত মৎস্যজীবী সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বাওড়ে মাছ অবমুক্ত করা নিয়ে দ্বন্দ্বে দু’জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সদস্যরা সাইফুল মেম্বরের বাড়ি থেকে আহত দু`জনকে উদ্ধার করেছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম জানান, সাইফুল মেম্বরের নেতৃত্বে সরজিৎ ও কার্তিককে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি শুনেছি। খবর পেয়ে চৌগাছা থানার ওসিকে সেখানে যাওয়ার নির্দেশ দিয়েছি। পরে পুলিশ তাদের উদ্ধার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মিলন রহমান/এআরএ//এমআরআই