বকশীগঞ্জে ৩ জেলেকে জরিমানা


প্রকাশিত: ১১:১১ এএম, ০১ জুলাই ২০১৫

পোনা মাছ নিধনের দায়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় তিন জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভীনের নেতৃত্বে জব্বারগঞ্জ দশানী নদী এলাকায় এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জব্বারগঞ্জ খেওয়ার গ্রামের উমর আলীর ছেলে শাহজাহান (২৪), রাজু মিয়া (২৬) ও চন্দ্রাবাজ গ্রামের ফাইজুর রহমানের ছেলে শফিকুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত জানা যায়, দুপুরে জব্বারগঞ্জ দশানী নদীতে বেড় জাল দিয়ে পোনা মাছ নিধনের দায়ে ওই তিন জেলেকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫শ গজ একটি বেড় জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিউল আলম, স্যানিটারি পরিদর্শক মোস্তফা কামাল টিটন, উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।

শুভ্র মেহেদী/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।