দেবিদ্বারে দুর্ঘটনাস্থলে তল্লাশিতে ডুবুরি দল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:০৪ এএম, ১৬ নভেম্বর ২০১৭

কুমিল্লার দেবিদ্বারে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় দুর্ঘটনাস্থলে তল্লাশি শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার সকাল থেকে চাঁদপুর থেকে আসা পাঁচ সদস্যের একটি ডুবুরি দল পুকুরের পানিতে তল্লাশি করে।

এর আগে বুধবার বিকেলে চট্টগ্রামগামী বৈশাখী পরিবহনের ওই বাসটি ২৫-৩০ জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। সন্ধ্যায় বাসটি উদ্ধার করার পর কোনো মরদেহ পাওয়া যায়নি। তবে স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছার আগেই অর্পণ ঘোষ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের ডিএডি ফরিদ আহাম্মদ জানান, বাসের ভেতরে মরদেহ না থাকলেও সড়কের পাশের ওই পুকুরে মরদেহ থাকার শঙ্কায় ও স্থানীয়দের দাবির প্রেক্ষিতে আজ তল্লাশি চলানো হচ্ছে।

তিনি জানান, ডুবুরি না থাকা এবং আলো স্বল্পতার কারণে গত রাতে পানিতে তল্লাশি চালানো যায়নি।

কামাল উদ্দিন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।