কুমিল্লায় ৩৫ যাত্রী নিয়ে বাস পুকুরে, শিশুর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১৫ নভেম্বর ২০১৭

কুমিল্লায় বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। বুধবার বিকেল পৌনে ৪টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার দেবিদ্বার উপজেলার বাড়েরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে থানা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে উদ্ধার অভিযান শুরু করে এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনা কবলিত বাসটি টেনে তোলা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, যাত্রী নিয়ে বাসটি জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করেছিল। কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার দেবিদ্বার উপজেলার বাড়েরা এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বের একটি গভীর খাদে পড়ে যায়। এ সময় স্থানীয় এলাকার লোকজন উদ্ধার কাজে এগিয়ে আসে। দুর্ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে এবং ফায়ার সার্ভিস, থানা ও হাইওয়ে পুলিশ ২টি রেকার নিয়ে উদ্ধার অভিযান শুরু করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনা কবলিত বাসটি ওই খাদ হতে উপরে টেনে তোলা হয়।

দেবিদ্বার থানা পুলিশের ওসি মিজানুর রহমান জানান, গাড়ির ভেতরে ২৫-৩০ জন যাত্রী থাকলেও স্থানীয়দের সহায়তায় যাত্রীরা গাড়ি থেকে বের হতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানীর ঘটনা ঘটেনি।

কুমিল্লা ফায়ার সার্ভিসের ডিএডি ফরিদ আহাম্মদ জানান, গাড়ির ভেতরে লাশ না থাকলেও সড়কের পাশে ওই গভীর খাদে লাশ থাকার আশঙ্কা তল্লাশি চালানো হচ্ছে। এর আগে দুর্ঘটনার পর স্থানীয়রা এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে। আহত অবস্থায় ১০ জনকে দেবিদ্বার উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মো. কামাল উদ্দিন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।