চট্টগ্রামে কুকুরের কামড়ে আহত অর্ধশত


প্রকাশিত: ০৭:২২ এএম, ০১ জুলাই ২০১৫

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে অর্ধশত লোক আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে মঙ্গলবার  ১৮ জন এবং বুধবার ৩৩ জন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. ধৃতিমান পাল  বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বেলা ১২টা পর্যন্ত কুকুরের কামড়ে আহত ৫১জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা নগরী ও উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার নগরীর কোতোয়ালী, সদরঘাট, উত্তর নালা পাড়া, পূর্ব বাকলিয়া, বায়জিদ, আগ্রাবাদ, বহদ্দারহাট, নন্দনকানন, জুবলী রোড, রহমতগঞ্জ ও পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।