নানিয়ারচরে দূর্গাপূজা বর্জনের ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৭ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৪

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট জগন্নাথ মন্দির পরিচলনা কমিটির সভাপতি বাবুল দে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারে দাবীতে দূর্গাপূজা বর্জনের ঘোষণা দিয়েছে উপজেলা সনাতন যুব পরিষদের নেতারা। শনিবার সকালে নানিয়ারচর উপজেলা বাজারের সংগঠনটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেয়া হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- রাঙামাটি জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অমর কুমার দে, নানিয়ারচর বাজার কমিটির সাধারণ সম্পাদক নুরুল জামান, নানিয়ারচর ১নং ইউপি মেম্বার প্রিয়তোষ দত্ত, নানিয়ারচর ছাত্র দলের সভাপতি হুমায়ুন আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট জগন্নাথ মন্দিরের সভাপতি বাবুল দে`কে গত ১৮ সেপ্টেম্বর শ্বাস রোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে পুলিশ গিয়ে বুড়িঘাটের মনখোলা মুখ এলাকা থেকে বাবুল দে এর লাশ উদ্ধার করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।