টিটু রায় নীলফামারী থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৭:২৯ এএম, ১৪ নভেম্বর ২০১৭
ফাইল ছবি

মহানবীকে (সাঃ) নিয়ে ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার ঘটনায় অভিযুক্ত টিটু রায়কে নীলফামারী থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার দুপুর ১টার দিকে রংপুরের পাগলাপীর ঠাকুরবাড়ি গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার ঘটনায় টিটুর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এ দেশে কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া যাবে না।

ঘটনার দিন পুলিশের অবেহলার বিষয়ে তিনি বলেন, পুলিশের ভূমিকা যথাযতই ছিল। যে টিটু রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই টিটু রায় এলাকায় থাকেন না আট বছর ধরে। ৫ নভেম্বর মামলা দায়েরের পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখছিল। তাদেরকে সময় না দিয়ে একটি মহল পরিকিল্পিভাবে এটা ঘটিয়েছে। আমরা বিষটি অনুসন্ধান করছি। এর সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।

পরে হরকলি বহুমুখী ফাজিল মাদরাসা মাঠে আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে যোগ দেন তিনি।

জিতু কবীর/আরএআর/জেআইএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।