বান্দরবানে ৮৩টি স্কুল বন্ধের পথে


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ৩০ জুন ২০১৫

নতুন অর্থবছরে অর্থ বরাদ্দ না থাকায় বান্দরবান জেলায় ইউএনডিপি পরিচালিত ৮৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। আর কর্মহীন হয়ে পড়বেন তিন শতাধিক শিক্ষক-শিক্ষিকা।

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা জানান, দুর্গমতা, অর্থনৈতিক দুরাবস্থা প্রয়োজনীয় বরাদ্দের অভাবসহ নানা কারণে শিক্ষা ব্যবস্থায় বান্দরবান এখনো অনেক পিছিয়ে রয়েছে। এর মধ্যেই ইউএনডিপির পরিচালিত ৮৩টি প্রাথমিক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে।  নতুন অর্থবছর থেকে এসব বিদ্যালয়ের জন্য কোনও অর্থ বরাদ্দ নেই। ফলে এসব স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

থানচি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা বলেন, ইউএনডিপি পরিচালিত ৮৩টি প্রাথমিক স্কুলের মধ্যে ১৯টি স্কুল থানচি উপজেলায়। অর্থ বরাদ্দ না থাকায় জেলার ইউএনডিপি পরিচালিত গ্রামীণ ও দুর্গম এলাকার স্কুল শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাবে। শিশুর লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়বে। আর কর্মহীন হয়ে পড়বেন তিন শতাধিক শিক্ষক-শিক্ষিকা।

মঙ্গলবার জেলা পরিষদ মিলানায়তনে এ বিষয়ে আলোচনা করা হয়েছে।

সৈকত দাশ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।