জামায়াত নেতার সহযোগিতা নিতে ওসিকে নির্দেশ এমপির


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ৩০ জুন ২০১৫

খুলনার কয়রায় হাত বোমাসহ ২৪ জন জামায়াতের মহিলা প্রশিক্ষণার্থী আটক মামলার তদন্ত কাজে জামায়াতের জেলা আমীরের সহযোগিতা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ নুরুল হক।

এঘটনায় খুলনা-৬ আসন জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্রক্ষোভের সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, গত সোমবার সকালে কয়রা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ এনামুল কবিবের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইনশৃখলা কমিটির সভা অনুষ্টিত হয়।  সভায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা খুলনা-৬ আসনের এমপি শেখ মো. নুরুল হক, উপজেলা চেয়ারম্যান মাও. আখম তমিজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) উসমান গনি, কয়রা থানা পুলিশের ওসি হরেন্দ্র নাথ সরকার, ইউপি চেয়ারম্যানসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান জামায়াত নেতা মাও. তমিজ উদ্দিন তার বক্তব্যে বলেন, গত ২৮ জুন কয়রা থানা পুলিশ কতৃক আটক ২৪ জন মহিলা হাত বোমাসহ আটক এবং এ সংক্রান্তে থানায় দয়েরকৃত মামলা অসত্য।  আমার স্ত্রীকে এই মামলায় আসামি করা হয়েছে।  আমার স্ত্রী ওই সময় আমার বাড়িতে ছিল।  ঘটনাস্থল গোবরা গ্রামের মহিলারা ওই সময় ওই বাড়িতে একটি ইফতার মাহফিলের অনুষ্ঠান করছিল।  এ ধরনের আটকের ঘটনায় এলাকায় উত্তেজনার সৃস্টি করতে পারে বলে তিনি পরোক্ষভাবে হুমকি প্রদান করেন।

সংসদ সদস্য তার বক্তব্য শুনে মামলাটি তদন্তকালে উপজেলা চেয়ারম্যানকে সাথে নেয়ার জন্য থানার ওসিকে নির্দেশ দেন।  

এ সময় বিষয়টি সভায় উপস্থিত সদস্যদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

আলমগীর হান্নান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।