মারা গেলেন চট্টগ্রামে অগ্নিদগ্ধ দুই পোষাক শ্রমিক


প্রকাশিত: ০১:২৮ পিএম, ৩০ জুন ২০১৫

চট্টগ্রামে অগ্নিদগ্ধ দুই পোষাক শ্রমিক মারা গেছে। সোমবার রাত ও মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুদ্দিন খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বান্দরবানের লামা উপজেলার কোহিনুর আক্তার (১৯) ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার নারগিছ আক্তার (২০)। গত রোববার রাতে একই ঘটনায় নারগিছের ভাই মো. নয়ন (১৭) এর মৃত্যু হয়।

অধ্যাপক ডা. মো. সাইফুদ্দিন খালেদ জানান, নারগিছের শরীরের ৫০ শতাংশ ও কোহিনুরের শরীরে ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। বদ্ধ ঘরে আগুন লাগায় তাদের শ্বাসনালি পুড়ে গেছে।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে অসর্তকতাবশত গ্যাসের চুলা বন্ধ না করেই ঘুমিয়ে পড়ের তারা। দরজা-জানালা বন্ধ থাকায় গ্যাস বের হতে পারেনি। পরে সেহরি খেতে ওঠে মোমবাতি জ্বালানোর সময় ঘরে আগুন ধরে যায়। এতে চারজন দগ্ধ হন। এদের মধ্যে তিনজনের মৃত্যু হলো। আহত সালমা আক্তার (২১) আরেকজন চিকিৎসাধীন রয়েছে। তার শরীরেও ৩১ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে।

আরএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।