লামায় মালয়েশিয়া পাচারকালে দালালসহ আটক ১৯


প্রকাশিত: ০৯:৪১ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৪

বান্দরবানের লামায় অবৈধপথে মালয়েশিয়া পাচারের সময় দালালসহ ১৯ জন যাত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে শনিবার ভোঁরে লামা থানায় নিয়ে আসেন।

জানা যায়, সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য লামার ফঁসিয়াখালী ইউনিয়নের বড়ছন খোলা  এলাকার বাসিন্দা স্থানীয় দালাল আবুল হোসেনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে ১৮ জন মালেশিয়া যাত্রী একত্রিত হন। বহিরাগত লোক দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে লামা থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম অভিযান চালিয়ে শুক্রবার রাত ১১ টায় দালাল আবুল হোসেন এবং ১৮ যাত্রীকে আটক করেন।

আটক যাত্রীরা হলেন- কুমিল্লার বাঞ্চারামপুরের সাইফুল ইসলাম(২২), কিশোরগঞ্জের মিঠামইনের মোঃ নাঈম (১৮), সাতক্ষিরার আলীপুরের আবু সাঈদ (২৩), সিরাজগঞ্জের বেলকুছি চরসমেছপুরের তারা মিয়া (১৭), বি.বাড়িয়ার সরাইলের স্বপন মিয়া ((২০), যশোরের মনিরামপুর মদনপুরের শাহীনুর রহমান শাহীন (২৫), চট্টগ্রামের মহেশখালী নালারপাড়ার নজুমিয়া (৬০), একই জেলার বাশখালী চাম্বলের আমির হোসেন (৪০), একই জেলা ও উপজেলার ঘনিয়াকাটার আব্দুল জব্বার (৩৫), যশোরের শর্শার টেংরালীর আবুল কালাম আজাদ (২২), একই ঠিকানার খোরশেদ আলম (২৮), একই জেলার ঝিকরগাছা শ্রীরামপুরের সুমন ইসলাম (২২), টাঙ্গাইল সদরের লিটন সরকার (২৫), একই ঠিকানার সোলায়মান (৪২), বি.বাড়িয়া বঞ্চারামপুর সোনাপুরের হাইউল (২০), কুমিল্লার গোলাপ নগরের রাশেদ মাহমুদ (২৫), কক্সবাজারের আনিস  (২৮) ও একই ঠিকানার হামিদ মিয়া (৩০)।

লামা থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।