পিরোজপুরে ডাকাতের হামলায় আহত ৪


প্রকাশিত: ০৯:২২ এএম, ৩০ জুন ২০১৫

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গাবতলা গ্রামে সশস্ত্র ডাকাত দলের হামলায় একই পরিবারের ৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত গৃহকর্তা নারায়নণ চন্দ্র সিংহকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নারায়ণ চন্দ্রের প্রতিবেশী মৃনাল কান্তি বলেন, সোমবার রাত আড়াইটার দিকে একদল সশস্ত্র ডাকাত নারায়ণ চন্দ্রের বাড়ির সামনে থেকে সিধ কেঁটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ঘরে থাকা ২০ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়। এসময় ডাকাত দল গৃহকর্তা নারায়ণ সিংহ ও তার মেয়ে শ্রাবণীকে কুপিয়ে মারাত্মক জখম করে। আর মারাপিট করে আহত করে স্ত্রী যুথিকা রানী ও ছেলে সমর সিংহকে।  

মৃনাল কান্তি আরো বলেন, ডাকাতরা চলে যাবার পর সমর সিংহ ও তার স্বজনদের চিৎকারে আমরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি।

পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেনসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হাসান মামুন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।