বিকেলে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক, রাতে বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১০ নভেম্বর ২০১৭

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে অস্ত্রসহ এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। আটক ইছাদ হোসেন যবিপ্রবির শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতক ৪র্থ বর্ষের ছাত্র এবং শহীদ মশিয়ুর রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

শুক্রবার বিকেলে যবিপ্রবি ক্যাম্পাস থেকে তাকে আটক করা হয়। আটকের পর রাতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী জানান, শুক্রবার যবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ছিল। এই পরীক্ষার জন্য ক্যাম্পাসে পুলিশের অতিরিক্ত টিম ছিল। এরই মধ্যে ক্যাম্পাসে কিছু ছেলে শিক্ষকদের সঙ্গে বাক-বিতণ্ডায় লিপ্ত হয়। এদের মধ্যে থেকে ইছাদ নামে একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি ঝিনাইদহের মহেশপুরে। পরে ইছাদের শরীর তল্লাশি করে একটি সেভেন পয়েন্ট সিক্স-টু পিস্তল উদ্ধার করা হয়।

এদিকে, এই আটকের পর শুক্রবার রাতে ইশাদ হোসেনকে ছাত্রলীগ থেকে থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

১০ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের দায়ে যবিপ্রবি শহীদ মশিয়ুর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদ ইছাদ হোসেনকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

মিলন রহমান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।