রংপুরে ৩ সেমাই কারখানায় জরিমানা
রংপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে তিন কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে নগরীর জুম্মাপাড়া এলাকার ফকির মোহাম্মদ রোডে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নগরীর মুন লাচ্চা সেমাই কারখানার মালিক আব্দুল হাকিমকে ১৫ হাজার এবং আল মদিনা ও মৌসুমী লাচ্ছা সেমাই কারখানার মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ওই তিন কারখানার প্রায় ২০০ কেজি সেমাই জব্দ করে তা নষ্ট করা হয়।
জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জাগো নিউজকে জানান, আসন্ন ঈদ উপলক্ষে এক শেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় মেয়াদোত্তীর্ণ উপকরণসহ নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করে বাজারজাত করছে। জেলা প্রশাসনের নিয়মিত ভেজাল বিরোধী অভিযানে ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় র্যাব-১৩ এর সদস্যরা এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআরএ/আরআইপি