বদলগাছীতে চাকরির পত্রিকা স্ট্যান্ড উদ্বোধন


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২৯ জুন ২০১৫

যুব সমাজের অবক্ষয় রোধে, যুবদের সুন্দর মানসিকতা সম্পন্ন মানুষে পরিণত করার উদ্দেশ্যে “আলোর সন্ধানে” চাকরির পত্রিকা স্ট্যান্ড পদযাত্রা শুরু হয়েছে।

যুবদের মাঝে চাকরির তথ্য পৌঁছে দিয়ে যুবদের স্বাবলম্বী হতে সাহায্য করার উদ্দেশ্যে “আলোর সন্ধানে” আজকের এই উদ্দ্যোগ গ্রহণ করা।

নওগাঁর বদলগাছী উপজেলায় “আলোর সন্ধানে” চাকরির পত্রিকা স্ট্যান্ড উদ্বোধন করেন, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকত। সোমাবার বেলা ১১টায় বদলগাছী উপজেলার ডাকবাংলোর সামনে “আলোর সন্ধানে” চাকরির পত্রিকা স্ট্যান্ড উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় রোভার গ্রুপের সম্পাদক গোলাম মোস্তফা, বদলগাছী লাবণ্য প্রভা গার্লস হাই স্কুলের আইসিটি শিক্ষক আবু হুরাইরা বাদশা, সাংবাদিক হাফিজার রহমানসহ আলোর সন্ধানে আলোর পথযাত্রীরা। আলোর সন্ধানে’র সভাপতি আরমান হোসেন এতে সভাপতিত্ব করেন।

আব্বাস আলী/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।