রাজশাহীতে শিবির-পুলিশ সংঘর্ষ, আটক ৬


প্রকাশিত: ০৬:৪১ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৪

রাজশাহীর হেতেম খাঁ লোকনাথ স্কুল মোড়ে শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় ১৫ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৬ শিবিরকর্মীকে আটক করেছে।

বোয়ালীয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবাহান জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর সোনাদীঘি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির। মিছিলটি হাতেম খাঁ মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

তিনি জানান, তাকে বহনকৃত গাড়িটি সমাবেশের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় শিবিরকর্মীরা তার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ককটেল বিস্ফোরণ ঘটায়। তখন পুলিশ গুলি চালালে এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে ঘটনাস্থল থেকে ৫ শিবিরকর্মীকে আটক করা হয়েছে বলে জানান ওসি। প্রসঙ্গত, সুপ্রিমকোর্টের আপিল বিভাগে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে দলটি বৃহস্পতি ও রবিবার ৪৮ ঘণ্টার হরতাল ডাকে। এ ছাড়া শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।