রসিক মেয়রকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ১০:০৩ এএম, ০৮ নভেম্বর ২০১৭

রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন তালিকাভুক্ত বঞ্চিত তিন দোকান মালিককে দোকানঘর বুঝিয়ে দিতে ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছেন ব্যবসায়ীরা।

তা নাহলে আগামী শনিবার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। বুধবার দুপর ১২টায় রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় ব্যবসায়ী নেতারা এ হুঁশিয়ারি দেন।

সভায় ব্যবসায়ীরা বলেন, রংপুর সিটি বাজারের পুরাতন ফলপট্টির ৩টি দোকান পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রকৃত মালিককে বুঝিয়ে না দিয়ে নানাভাবে হয়রানি করা হচ্ছে। এছাড়া সাড়ে ২৫টি দোকান ঘর নির্মাণ ব্যয় বাবদ এক লাখ টাকা করে সাড়ে ২৫ লাখ টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। তা নাহলে আগামী শনিবার রংপুর সিটি বাজারসহ সর্বস্তরের ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সিটি বাজারের উন্নয়মূলক কর্মকাণ্ড ঘিরে টালবাহানা এবং মেয়রের চোখ রাঙানি ও ধমকসহ ব্যবসায়ীদের অবমাননা করার কারণে পরবর্তী কর্মসূচি বাস্তবায়নে সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ মোস্তপা কামালের সবাপতিত্বে সভায় বক্তব্য দেন- সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সহ-সাধারণ সম্পাদক আলী হাসেন ছোট বাবু, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হায়দার রানা প্রমুখ।

জিতু কবীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।