দিনাজপুরে তথ্য ও প্রযুক্তি পরীক্ষায় অনুপস্থিত ২৯৯৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:৫০ এএম, ০৮ নভেম্বর ২০১৭

দিনাজপুরে জেএসসি পরীক্ষার ষষ্ঠ দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় দুই হাজার ৯৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। গড় অনুপস্থিতির হার ১.৩৪ শতাংশ। এছাড়া অসদুপায় অবলম্বন করায় দু’জনকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার জেএসসি পরীক্ষার ষষ্ঠ দিনে ধর্ম পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ২৩ হাজার ৪৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু এতে ২ লাখ ২০ হাজার ৫০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ২ হাজার ৯৯৫ জন।

দিনাজপুর শিক্ষাবোর্ডের দেয়া তথ্য অনুয়ায়ী, রংপুরে ৪৯৪ জন, গাইবান্ধায় ৩৬৪ জন, নীলফামারীতে ২৯৩ জন, কুড়িগ্রামে ৪৩৪ জন, লালমনিরহাটে ২৬৯ জন, দিনাজপুরে ৫৪০ জন, ঠাকুরগাঁওয়ে ৪০২ জন, পঞ্চগড়ে ১৯৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পঞ্চগড়ে অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন অনুপস্থিতির সংখ্যা নিশ্চিত করে বলেন, গতবার জেএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ১.১০ শতাংশ। এবার তা .২৪ বেড়ে ১.৩৪ শতাংশে দাঁড়িয়েছে।

এমদাদুল হক মিলন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।