সাদুল্যাপুরে মাদক ও নাশকতা প্রতিরোধে আলোচনা সভা


প্রকাশিত: ১০:৪০ এএম, ২৯ জুন ২০১৫

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মাদক, নাশকতা-সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাদুল্যাপুর উপজেলার নিয়ামত নগর এন, ইউ শাহ সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার হল রুমে সোমবার সকাল সাড়ে ১০টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আবদুস ছামাদ মিয়া।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহা. আহসান হাবীব এবং সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস।

সাদুল্যাপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ারুল হাসান জীম মণ্ডল, সাদুল্যাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এজেএডএম সাজেদুল ইসলাম স্বাধীন, সাদুল্যাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ, নিয়ামত নগর এম, ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খয়বর হোসেন, শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট লেকিজন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে নিয়ামত নগর বিলে জেলা পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম নিজ উদ্যোগে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

অমিত দাশ/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।