গাইবান্ধার সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়


প্রকাশিত: ১০:১৯ এএম, ২৯ জুন ২০১৫

সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য গাইবান্ধার প্রশাসনের সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা একান্ত অপরিহার্য। গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার স্থানীয় পত্রিকার সম্পাদক, সাংবাদিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, দেশ থেকে বড় বড় ক্রাইম, সামাজিক অনাচার, দুর্নীতি, নাশকতা রাহাজানি প্রতিরোধে সাংবাদিকদের সহায়তা না পেলে নিরসন করা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। তিনি উল্লেখ করেন, সময়ের দাবি মেনেই জেলা পর্যায়ের প্রশাসন সাম্প্রতিক সময়ে জনবান্ধব প্রশাসনে রূপান্তরিত হয়েছে এবং জনগণের কল্যাণে দোড়গোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে তারা কাজ করে চলেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে মতবিনিময়কালে কেএম রেজাউল হক, আবু জাফর সাবু, দীপক কুমার পাল, নুরুজ্জামান প্রধান, সিদ্দিক আলম দয়াল, আবেদুর রহমান স্বপন, শামিম উল হক শাহিন, জান্নাতুল ফেরদৌস জুয়েল বক্তব্য রাখেন।

সাংবাদিকরা তাদের বক্তব্যে গাইবান্ধার উন্নয়নে জেলা থেকে জুয়া, অশ্লীল নৃত্য ও মদের অপব্যবহার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, জেলা শহরের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নৌ ডাকাতি প্রতিরোধে নৌ থানা প্রতিষ্ঠা, চরাঞ্চলের মানুষের জীবন জীবিকার মান উন্নয়নে ও সমস্যা সঙ্কট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নদী ভাঙন প্রতিরোধ ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ গাইবান্ধার নানা সমস্যা সঙ্কট নিরসনে নবাগত জেলা প্রশাসককের সক্রিয় হস্তক্ষেপ কামনা করেন।

অমিত দাশ/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।