ভুয়া গণশিক্ষা কেন্দ্রের নামে অর্থ আত্মসাতের অভিযোগ


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২৯ জুন ২০১৫

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা হারিছ মুহুরী পাঞ্জেগানা মসজিদকে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের কোরআন শিক্ষা কেন্দ্র দেখিয়ে প্রতারণা করা হচ্ছে। পাঁচ বছর ধরে এ প্রতারণা করে লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে লক্ষ্মীপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামের মৃত মজিব উল্লার ছেলে জাহাঙ্গীর আলম একই ইউনিয়নের চরসীতা গ্রামের হারিছ মুহুরী পাঞ্জেগানা মসজিদকে কাগজে-কলমে ইসলামিক ফাউন্ডেশন কার্যক্রমের কোরআন শিক্ষা কেন্দ্র দেখায়। তিনি ২০১১ সাল থেকে নিজেই ওই মসজিদের ইমাম ও শিক্ষকের নামে প্রতি মাসে ২ হাজার টাকা, ২০১৫ সালের জানুয়ারি থেকে ২ হাজার ৩০০ টাকা করে লক্ষাধিক টাকা উত্তোলন করেছেন। অথচ জাহাঙ্গীর আলম ওই মসজিদের ইমাম ও শিক্ষক নয় বলে স্থানীয় লোকজন নিশ্চিত করেছেন।

অভিযোগের বিষয়ে মাওলানা জাহাঙ্গীর আলম ভুয়া গণশিক্ষা কেন্দ্র দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের কোরআন শিক্ষা কেন্দ্রটি চরসীতা হারিছ মুহুরী পাঞ্জেগানা মসজিদকে কাগজপত্রে দেখানো হয়েছে। বাস্তবে চরসীতা ফজল করিম জামে মসজিদে কার্যক্রম চলছে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক রেজ্জাকুল হায়দার বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্তে প্রমানিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কেন্দ্র পরিবর্তন বিষয়ে তিনি বলেন, কাগজপত্রে কেন্দ্র যেখানে রয়েছে। সেখানে কার্যক্রম চালাতে হবে। নিজ ইচ্ছায় কেন্দ্র পরিবর্তন করার কোন বিধান নেই।

কাজল কায়েস/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।