আড়িয়াল খাঁ নদের ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ২৯ জুন ২০১৫

কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে শিবচরে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বেড়েছে আড়িয়াল খাঁ নদের ভাঙন। ইতিমধ্যে ভাঙনের কবলে পরে বিলীন হয়েছে প্রায় ৩০টি বাড়ি এবং নদীগর্ভে গেছে কমপক্ষে ৩৫ হেক্টর ফসলি জমি।

সরেজমিন ঘুরে দেখা গেছে, শিবচর উপজেলার তিনটি ইউনিয়নে আড়িয়াল খাঁ নদের ভাঙনে প্রায় ত্রিশটি পরিবার তাদের বসতবাড়ি, ফসলি জমি হারিয়েছে। এছাড়া ভাঙন আতঙ্কে রয়েছে কমপক্ষে নদী তীরবর্তী শতাধিক পরিবার। উপজেলার সন্যাসীরচর, দত্তপাড়া ও বহেরাতলা ইউনিয়নের নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে ভাঙন আতঙ্ক।

শিবচরের বহেরতলার বাসিন্দা আব্দুল কাইয়ুম মিয়া বলেন, নদীতে বাড়ির জায়গা-জমি হারিয়েছি। সরকার সহযোগিতা না করলে বেঁচে থাকার কোনো অবলম্বন নেই।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, শিবচরের বহেরতলা ইউনিয়নের ১ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন কবলিত এলাকায় কাজ শুরু হলেও বাকি এলাকাগুলোতে সরকারি বরাদ্দ না থাকায় ভাঙন রোধে কোন পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয়।

একেএম নাসিরুল হক/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।