বরিশালে লঞ্চ চলাচল বন্ধ


প্রকাশিত: ১২:১৩ পিএম, ০৫ জুলাই ২০১৪

বরিশাল নদী বন্দরের ২ নম্বর সতর্ক সংকেত থাকায় আভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। শনিবার সকাল ৮টা থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৬৫ ফুটের নিচের লঞ্চ চলাচলের ওপর এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

বরিশাল নদীবন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক মো. আবুল বাশার মজুমদার বলেন, শনিবার সকাল সাতটা থেকে দেওয়া এই ঘোষণার আওতায় কেবল বরিশাল থেকে বাহেরচর এবং বরিশাল থেকে দশমিনাগামী ২টি লঞ্চ ৬৫ ফুটের নীচে থাকায় এর চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে অন্যান্য রুটে লঞ্চগুলো ৬৫ ফুটের ওপরে থাকায় সেগুলো যথারীতি চলাচল করছে।

আবহাওয়ার উন্নতি হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।