শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে কৃষক খুন
শরীয়তপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে ইসহাক ফকির (৬০) নামে এক কৃষক খুন হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দড়িচর দাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসহাক ফকির ওই গ্রামের আছাল উদ্দীন ফকিরের ছেলে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে ইসহাক ফকির দুই শ্রমিক নিয়ে তার ক্ষেতে পাট কাটতে যায়। এ খবর পেয়ে চাচাতো ভাই তৈয়বুর রহমান ফকির, আব্দুর রহমান ফকির ও তার ছেলে আজিজুল ফকির, ইমাম ফকির, চাচাতো ভাইয়ের ছেলে রহিম ফকির, করিম ফকির, ইউসুফ ফকিরসহ প্রায় ১০/১২ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়।
পুলিশ আরো জানায়, তারা ইসহাক ফকিরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে উপস্থিত শ্রমিক আনোয়ার হোসেন কাজী বলেন, আমি ইসহাক ফকিরের সঙ্গে তার ক্ষেতে পাট কাটার জন্য যাই। হঠাৎ করে তার চাচাতো ভাইয়েরা ইসহাক ফকিরের উপরে অতর্কিত হামলা করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়।
নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, পূর্ব শত্রুতার জের ধরে রহমান ফকির, তৈয়ব ফকির, আজিজুল ফকির, ইমাম ফকির, রহিম ফকির, করিম ফকির ও ইউসুফ ফকিররা তাকে খুন করেছে। এ সময় তিনি তাদের ফাঁসি দাবি
পালং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। কেউ লিখিত অভিযোগ করলে মামলা নেওয়া হবে।
ছগির হোসেন/এআরএ/আরআইপি