ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশন শুরু


প্রকাশিত: ০২:২১ পিএম, ২৮ জুন ২০১৫

অবশেষে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) অধ্যুষিত শিল্পাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জের ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে নলখালী খাল সংস্কার ও পানি নিষ্কাশন শুরু হয়েছে। পানি নিষ্কাশনের অভাবে সামান্য বৃষ্টিতে ফতুল্লায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে ফতুল্লাবাসী চরম ভোগান্তির শিকার হয়।

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বেকু দিয়ে খাল খনন করে মাটিসহ ময়লা আবর্জনা উঠিয়ে পানির স্রোত তৈরির কাজ চলে।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ একেএম শামীম ওসমানের তত্ত্বাবধায়নে পানি উন্নয়ন বোর্ড এ কাজ করছে। শিমরাইলস্থ পাম্প হাউজের পাম্প দ্বারা ও পাগলা ওয়াসা দিয়ে বুড়িগঙ্গা ও শীতলক্ষায় পানি নিষ্কাশন করা হয়।

এদিকে সদর উপজেলা পরিষদের পাশে নলখালী খালে সরোজমিনে দেখা যায়, খাল খনন ও পরিষ্কারের সময় বেকুতে উঠছে ডাইং ও গার্মেন্টের বড় বড় কাপড়ের টুকরা।

পরিষ্কার কাজে নিয়োজিত কর্মচারীদের অভিযোগ, খালে যতটুকু মাটি ভরাট হয় তার চেয়ে বেশি আগে পলিথিন পাওয়া যেতো। এখন পলিথিনের ছেয়ে কাপড়ের টুকরা পাওয়া যাচ্ছে অনেক। কাপড়ের কারণে পানির স্রোত অনেকটা কমে যায়। পাম্প হাউজ পর্যন্ত পানি যেতে না পারলে জলাবদ্ধতা দ্রুত নিষ্কাশন করা সম্ভব হবে না। এক্ষেত্রে কলকারখানার মালিকদের সচেতন হয়ে খালে কাপড়ের টুকরা ফেলা বন্ধ করতে হবে।

অন্যদিকে, রোববার বিকেলে ফতুল্লার পাগলা রসুলপুরে ও আলীগঞ্জ এলাকায় সাংসদ শামীম ওসমান বেসরকারিভাবে ১৩টি পাম্প পানি নিষ্কাশনের জন্য উদ্বোধন করেছেন। এতে ডিএনডি এলাকার জমে থাকা পানি কমতে শুরু করেছে। এ সময় শামীম ওসমান বলেন, ডিএনডি এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টির জন্য জনগণই দায়ী।

অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ ও খাল দখল করে বালু দিয়ে ভরাট করার ফলে ডিএনডি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ জলাবদ্ধতা দূর করতে হলে খাল দখলন মুক্তসহ পরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ করতে হবে। যাতে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি না হয়।

পাগলায় অন্তত ১০টি নিচু এলাকা রয়েছে। যেখানে অল্প বৃষ্টিতেই হাটু পানি জমে। ওই এলাকায় বর্ষ মৌসুম আসলে পাগলার শহীদনগর, মুন্সিবাগ, আদর্শনগর, দৌলতপুরসহ ১০টি এলাকায় বসবাসরত মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। এখানকার মানুষ অধিকাংশই কলকারখানার শ্রমিক। সকালে যেতে হয় কর্মস্থলে রাতে ফিরেন বাসায়। এই দুইটি সময়ই এখন হাটু ও কোমর পানি দিয়ে যাতায়াত করতে হয়। এ ব্যাপারে স্থায়ী সমাধান চায় পাগলা এলাকায় বসবাসরত লোকজন।

ফতুল্লা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদল জাগো নিউজকে বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান উন্নয়নে বিশ্বাসী। তার নির্বাচনী এলাকায় সেকল উন্নয়ন করছে তা জনগণ তা ভাল বলতে পারবে। আর ডিএনডি অধ্যুষিত শিল্পাঞ্চল খ্যাত ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে ব্যাপক পদক্ষেপ হাতে নিয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি তা সমাধান হবে।   

উল্লেখ্য, ১৯৬২-৬৮ সালে আট হাজার ৩৪০ হেক্টর জমি নিয়ে তৈরি করা হয় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ। এ বাঁধ এলাকায় বর্তমানে প্রায় ২০ লাখ লোকের বসবাস। গত কয়েক দিনের বৃষ্টিতে বাঁধের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ফতুল্লায় চরম দুর্ভোগ নেমে আসে।

শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।