ঈশ্বরদী পৌরসভার দেড় কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া


প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৮ জুন ২০১৫

পাবনার ঈশ্বরদী পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে দেড় কোটি টাকা। এসব বকেয়া বিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পৌরসভার কাছ থেকে পাবে। পৌরবাসীর কাছ থেকে হোল্ডিং ট্যাক্সের সঙ্গে বিদ্যুৎ বিল নেওয়া হলেও কেনো সেটা জমা দেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পৌর পরিষদের চলতি মেয়াদে এ বকেয়া বিল পড়েছে। প্রতি মাসে বিদ্যুৎ বিল আসে চার লাখ টাকা। এর মধ্যে রোড লাইটসহ পানির পাম্পের বিল রয়েছে।

এদিকে, বিপুল পরিমাণ এ বিদ্যুতৎ বিল বকেয়া থাকায় মাঝারি শহর উন্নয়ন প্রকল্পের প্রথশ ফেজের কাজের ১২ কোটি ৫০ লাখ টাকা মন্ত্রণালয় থেকে পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ ব্যাপারে পিডিবি সাফ জানিয়ে দিয়েছে বকেয়া পরিশোধ না করলে প্রথম ফেজের অর্থ ছাড় করা যাবে না। আগামী মার্চের মধ্যে বকেয়া পরিশোধ করতে হবে। প্রকল্পের অর্থ ছাড় করতে না পারলে এ প্রকল্পের কাজ ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে একটি সূত্রে জানা গেছে।

পৌরসভার সচিব জহুরুল ইসলাম বকেয়ার কথা স্বীকার করে জানান, এ অর্থ পৌরসভার উন্নয়নের স্বার্থে পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি পৌর বাসিন্দাদের পরিশোধ করা প্রয়োজন।

আলাউদ্দিন আহমেদ/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।