বেনাপোলে ২৯৮৮ বোতল ফেনসিডিল আটক


প্রকাশিত: ১০:৫৭ এএম, ২৮ জুন ২০১৫

যশোরের বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর এলাকা থেকে ২৯৮৮ বোতল ফেনসিডিলসহ একটি নোহা মাইক্রোবাস আটক করছে যশোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক চোরকারবারীরা ফেনসিডিলসহ মাইক্রোবাসটি ফেলে রেখে পালিয়ে যায়।

যশোর র‌্যাব-৬ এর উপ পরিচালক এএসপি জিয়াউল হক জানান, বেনাপোল থেকে একটি মাইক্রোবাস করে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচার হয়ে ঢাকায় যাবে এ ধরনের একটি গোপন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা বেনাপোলের দুর্গাপুর হাকড়পট্রি এলাকায় রোববার ভোরে অভিযান চালিয়ে একটি নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-৩৯৩৫) আটক করেন।  পরে তল্লাশি করে মাইক্রোবাসের সিটের নীচে বিশেষভাবে তৈরী বক্স এবং বিভিন্ন অংশে রক্ষিত ২৯৮৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।  আটক ফেনসিডিলের মূল্য ১২ লাখ টাকা বলে র‌্যাবের এএসপি জানান।

এ ব্যাপারে একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।

জামাল হোসেন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।