রংপুরে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড


প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৮ জুন ২০১৫

রংপুরে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে জেলা প্রশাসন এ ভেজাল বিরোধী অভিযান চালায়।

অভিযানে নগরীর লালবাগ মোড়ের নিউ নূরানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা, নূরানী হোটেলকে ১০ হাজার এবং নূরানী কনফেকশনারীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, মিন্টু বিশ্বাস এবং নাজনীন সুলতানা অংশ নেন। এ সময় বিএসটিআই`র ফিল্ড অফিসার শাহাদত হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।