কিবরিয়া হত্যাকাণ্ড : মেয়র আরিফের জামিন নামঞ্জুর


প্রকাশিত: ০৯:১৭ এএম, ২৮ জুন ২০১৫
ফাইল ছবি

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ এ আবেদন নামঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, কিবরিয়া হত্যা মামলায় কারাগারে আটক আরিফুল হক চৌধুরীর আইনজীবী মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন রোববার একই ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় তার জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করেন।

উল্লেখ্য, কিবরিয়া হত্যা মামলায় সর্বশেষ চার্জশিটে খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেটের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) জি কে গউছসহ নতুন ১১ জনকে অন্তর্ভুক্ত করে মোট ৩৫ জনকে আসামি করা হয়। এর মধ্যে একজন মারা যাওয়ায় এবং আরো ২ জনের নাম ঠিকানা সঠিক না পাওয়ায় তাদেরকে চার্জশিট থেকে অব্যাহতি দেয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

বাকি ৩২ জনের মধ্যে ১৫ জন কারাগারে, হারিছ চৌধুরীসহ ৯ জন পলাতক ও ৮ জন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। এ মামলায় গত বছরের ২৮ ডিসেম্বর জিকে গউছ এবং ৩১ ডিসেম্বর আরিফুল হক চৌধুরী আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। মামলাটি বর্তমানে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন আছে।

এদিকে, একই ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলাটি উচ্চ আদালতের নির্দেশে অধিকতর তদন্ত চলছে। এর তদন্ত করছেন সিলেটের সিআইডির সিনিয়র এএসপি মেহেরুন্নেছা পারুল।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।