টানা বর্ষণে তলিয়ে গেছে যশোরের রাস্তাঘাট


প্রকাশিত: ০৭:২৮ এএম, ২৮ জুন ২০১৫

টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে যশোরের জনজীবন। সপ্তাহখানেক ধরে থেমে থেমে বৃষ্টি শুরু হলেও গত ৩ দিন অবিরাম বৃষ্টি হচ্ছে যশোরে। এতে শহরের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত না হওয়ায় তলিয়ে গেছে রাস্তাঘাটও।

এজন্য অনেক এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। যশোরস্থ বিমান বাহিনীর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে যশোরাঞ্চলে ভারি বৃষ্টিপাত হচ্ছে। বেলা ১১ টা পর্যন্ত এ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ৭১ মিলিমিটার। এছাড়া শনিবার ২৫ মিলিমিটার এবং শুক্রবার ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয় যশোরে।

এদিকে বিরতিহীনভাবে ভারী বৃষ্টিপাত হওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ঘর থেকে বের হতে না পারায় তারা কর্মহীন হয়ে পড়েছেন।

মিলন রহমান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।