লক্ষ্মীপুরে ‘লাদেন মাছুমের’ গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০২:৪২ এএম, ০২ নভেম্বর ২০১৭

লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী বাহিনী প্রধান মাছুম বিল্লাহ ওরফে লাদেন মাছুমের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুরের বটের পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

থানা পুলিশ জানিয়েছে, লাদেন মাছুম হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ২৮টি মামলার আসামি। স্থানীয় কালা মাসুদ ও শাহাদাত বাহিনীর মধ্যে গোলাগুলিতে তিনি নিহত হন। এসময় ঘটনাস্থল থেকে ২টি এলজি, একটি দোনালা বন্দুক, একটি একনলা বন্দুক, ১১টি কার্টুজ, ১১টি কার্টুজের কোসা ও ৩০টি হাইড্রোলিক বোমা উদ্ধার করা হয়।

নিহত লাদেন মাছুম সদর উপজেলার লাহারকান্দি গ্রামের মাওলানা হাফিজ উল্যার ছেলে। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে ভোর তিনটার দিকে গোলাগুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় বাগানে একটি গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। পরে স্থানীয়রা সেটি শীর্ষ সন্ত্রাসী লাদেন মাসুমের বলে শনাক্ত করে। এসময় ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র গুলি ও বোমা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, নিজের নামে বাহিনী গঠন করে লাদেন মাছুম দীর্ঘদিন ধরে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছে। তার বাহিনীর সদস্যদের অত্যাচারে সদরের পূর্বাঞ্চলে এক ভীতিকর পরিস্থিত ছিল। অধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী আর আইন-শৃঙ্গলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনা হতো।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন জানান, লাদেন মাছুম পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। কালা মাসুদ ও শাহাদাতের সঙ্গে লাদেন মাছুম বাহিনীর মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

কাজল কায়েস/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।