প্রস্তুতি খারাপ থাকায় জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোণা
প্রকাশিত: ০৭:৩০ এএম, ০১ নভেম্বর ২০১৭

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সোনিয়া আক্তার (১৪) নামে এক জেএসসির পরীক্ষার্থী বিষপানে (কীটনাশক) আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়।

সোনিয়া উপজেলার মাসকা ইউনিয়নের সাতাশি গ্রামের আব্দুল কাদিরের মেয়ে ও কেন্দুয়া পৌর শহরের সাবেরুন্নেছা বলিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী। সোনিয়া কেন্দুয়া পৌর শহরের চন্দগাতি এলাকায় মামাবাড়ি থেকে স্থানীয় বিদ্যালয়ে লেখাপড়া করে আসছিল।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, আজ সোনিয়ার জেএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে সে নিতে পারেনি। এজন্য গত কয়েকদিন ধরে সোনিয়া তার পরিবারের সদস্যদের তার দুর্বলতার কথা বলে আসছিল। পরীক্ষার ভয়েই মঙ্গলবার রাতে নিজের কক্ষে সোনিয়া বিষ (কীটনাশক) পান করে। পরে তার গোঙ্গানির শব্দ শুনে বাড়ির লোকজন দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায় সোনিয়া।

কামাল হোসাইন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।