খাগড়াছড়িতে আ.লীগের ২শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৭:১২ এএম, ০১ নভেম্বর ২০১৭

খাগড়াছড়িতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পৌরসভার মেয়র মো. রফিকুল আলমসহ খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বিরোধী বলয়ের দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার অনুসারী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাবেদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. দিদারুল আলমসহ ৬৫ জনের নাম উল্লেখ করে আরো দেড় শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রসঙ্গত, খাগড়াছড়ি পৌর শ্রমিক লীগের সভাপতি মো. বেলাল হোসেনের ওপর হামলার জের ধরে মঙ্গলবার খাগড়াছড়িতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ উভয়পক্ষের ১৩ জন আহত হন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন লাঞ্ছিত হন।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।