ফতুল্লায় ২ ব্যারেল তেলসহ গ্রেফতার ৪


প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৭ জুন ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে সরকারি ডিপো`র নোঙর করা জাহাজ থেকে তেল চুরির সময় দু`ব্যারেল চোরাই তেলসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন- বাপ্পী, বাবুল, শহীদুল ও হেলাল উদ্দিন।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম জানান, যমুনা ডিপোর পেছনে বুড়িগঙ্গায় নোঙর করা জাহাজ থেকে তেল চুরির পর তা অন্যত্র নেওয়ার সময় চারজনকে দু`ব্যারেল তেলসহ গ্রেফতার করা হয়।

অন্যদিকে, বুড়িগঙ্গা নদীতে তেল সেক্টর নিয়ন্ত্রণ নিতে আলোচিত তেল চোর ফরহাদ ও বাঘা আরিফ বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাঘা আরিফ বাহিনী ফরহাদকে গুলি করে হত্যার চেষ্টা চালায়।

শাহাদাৎ হোসেন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।