কুমিল্লায় পুলিশ-শিবির সংঘর্ষ, আহত ১৩


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৪

কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষে সহকারী পুলিশ সুপারসহ ১৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামায়াতের হরতাল চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার সৈয়দপুরে এ সংঘর্ষ ঘটে।

কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর) শাহজাহান শেখ জানান, বেলা ১টার দিকে সৈয়দপুরে হরতাল সমর্থকরা কয়েকটি গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়। পুলিশের ধাওয়ায় তারা সরে যায়। পরে পাশের একটি ইটখোলা থেকে ইট নিয়ে তারা পুলিশের উপর হামলা চালায়। এতে তিনি, বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) নেয়ামূল শাফি খান, এসআই সাইফুল ইসলাম, এসআই ইমাম হোসেনসহ ৭/৮ জন পুলিশ সদস্য আহত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০/৬০ টি রাবার বুলেট ছোড়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।