আটক বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৩:০৭ এএম, ৩০ অক্টোবর ২০১৭
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে আটক গরু ব্যবসায়ী মানিক হোসেনকে (২৫) পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার রাতে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক শেষে আটক গরু ব্যবসায়ীকে ফেরত দিয়েছে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল খাদেমুল বাশার।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর রাতে উপজেলার আমজানখোর ইউনিয়নের জুগিহার হরিনমারী গ্রামের মিন্টুর ছেলে মানিক ভারতে গরু আনতে গেলে ভারতের হাটখোলা বিএসএফের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এ সময় মিন্টুর সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়।

পরে ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষ থেকে গরু ব্যবসায়ীকে ফেরতের জন্য পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। বিকেলে ঠাকুরগাঁও ৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল খাদেমুল বাশারের নেতৃত্বে ভারতের হাটখোলা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক শেষে মানিক হোসেনকে ফেরত দেয় বিএসএফ।

এ প্রসঙ্গে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিজিবি পতাকা বৈঠক শেষে মানিককে পুলিশের কাছে হস্তান্তর করেছে। সীমান্ত আইন লঙ্ঘন করে প্রবেশের অভিযোগে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

রবিউল এহসান রিপন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।